সমস্বর ” দ্বিতীয় বর্ষ বসে আঁকো প্রতিযোগিতা- ২০২৪
** ‘প্রতিভা বিকাশ ও প্রকাশের জন্য কোনরূপ প্রবেশ মূল্য লাগবে না। ‘
** তারিখ- 15 ই সেপ্টেম্বর-2024
** স্থান- ইন্ডোর স্টেডিয়াম, এম.এস.এ ময়দান, পুরুলিয়া।
** সময়- সকাল ৮ টা ( 8 AM)
** বিষয় ও বিভাগ–
** ‘ ক ‘ বিভাগ (Group-A)- প্রি প্রাইমারি স্কুল থেকে প্রথম শ্রেণী ( Pre School to Class – 1)
** বিষয় (Subject) – রং ভরো ( Fill Colour)
** ‘খ’ বিভাগ (Group-B)– দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি (Class 2 to Class 4)
** বিষয় (Subject)- তোমার প্রিয় কার্টুন চরিত্র (Your favourite Cartoon character)
** ‘ গ ‘বিভাগ (Group-C)- পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী (Class 5 to Class 7)
** বিষয় (Subject)– পুরুলিয়ার গ্রামীণ মেলা ( Rural fair of Purulia)
** ‘ ঘ ‘ বিভাগ (Group-D)- অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী (Class 8 to Class 10)
** বিষয় (Subject)- বন ও বন্যপ্রাণী (Forest & Wild Life)
** ‘ ঙ ‘বিভাগ (Group-E)- একাদশ শ্রেণী থেকে সর্বসাধারণ ( Class 11 to All)
** বিষয় (Subject)- তোমার ভাবনায় পদ্মশ্রী গাছবাবা দুঃখু মাঝি ( Your Idol Padmshree Dukhu Majhi )
- আবেদন করার পদ্ধতি ( Registration Process)- ১) নিজ নিজ শ্রেণী অনুযায়ী বিভাগ ঠিক করে নিচে উল্লেখিত অনলাইন লিঙ্ক অথবা বারকোড স্ক্যান করে ফরম ফিলাপ করুন।
- ফর্ম ফিলাপ সম্পন্ন করার পর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন ও প্রয়োজন অনুসারে প্রিন্ট করে নিন।
- পরবর্তী ক্ষেত্রে এডমিট ও সার্টিফিকেট ডাউনলোডের জন্য নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট অফ বার্থটি দিয়ে লগইন করুন আমাদের ওয়েবসাইটে (www.samaswar.org)।
- প্রতিযোগিতার দিন আপনার নিজস্ব অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে আসবেন।
- অংকনের কাগজ ছাড়া বাকি সরঞ্জাম প্রতিযোগীকে আনতে হবে।
- প্রথম চারটি বিভাগ থেকে প্রথম ১০ জন করে ( ৪×১০ ) ও সর্বসাধারণ বিভাগ থেকে প্রথম পাঁচ জন বিজয়ীকে সংস্থার বার্ষিক অনুষ্ঠানে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হবে।
- ফলাফল ও অন্যান্য বিষয়ের সম্বন্ধে জানার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন- https://www.facebook.com/groups/865513422130496/?ref=share
- প্রত্যেক প্রতিযোগীকে ই- সার্টিফিকেট প্রদান করা হবে। নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে আমাদের ওয়েবসাইটে লগইন করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ার পর।
- ফর্ম ফিলাপের সময় যদি আপনার মেইল আইডি(MAIL ID) দেন তাহলে এডমিট কার্ড মেলে(MAIL) সেন্ড হয়ে যাবে এবং প্রতিযোগিতায় উপস্থিত প্রতিযোগীদের অংশগ্রহণের সার্টিফিকেটটিও মেলে সেন্ড হয়ে যাবে।
- . রেজিস্ট্রেশন করা যাবে ১০ই সেপ্টেম্বর রাত্রি বারোটা (12 )পর্যন্ত।
Registration Link- https://samaswar.org/interaction.php