What's hot

Drawing Competion

Table of Content

Registration Link- https://samaswar.org/interaction.php

” সমস্বর পুরুলিয়া ” তৃতীয় বর্ষ বসে আঁকো প্রতিযোগিতা- ২০২৫
** ‘প্রতিভা বিকাশ ও প্রকাশের জন্য কোনরূপ প্রবেশ মূল্য লাগবে না। ‘
** তারিখ- ৭ই সেপ্টেম্বর-২০২৫, রবিবার
** স্থান- ইন্ডোর স্টেডিয়াম, এম.এস.এ ময়দান, পুরুলিয়া।
** সময়- সকাল ৯ টা ( 9 AM)
** বিষয় ও বিভাগ–
** ‘ ক ‘ বিভাগ (Group-A)- প্রি প্রাইমারি থেকে প্রথম শ্রেণী ( Pre Primary to Class – 1)
** বিষয় (Subject) – রং ভরো (প্রজাপতি)
** ‘খ’ বিভাগ (Group-B)– দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি (Class 2 to Class 4)
** বিষয় (Subject)- যেমন খুশি আঁকো
** ‘ গ ‘বিভাগ (Group-C)- পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী (Class 5 to Class 7)
** বিষয় (Subject)- একটি বর্ষণ মুখর দিন
** ‘ ঘ ‘ বিভাগ (Group-D)- অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী (Class 8 to Class 10)
** বিষয় (Subject)- মা আসছেন
** ‘ ঙ ‘বিভাগ (Group-E)- সর্বসাধারণ
** বিষয় (Subject)- অব্যবহৃত জিনিস পত্র দিয়ে একটি শিল্পকলা নির্মাণ। শিল্পকর্মটি নির্মাণের সময় ২মিনিটের একটি শর্ট ভিডিওগ্রাফি করে আমাদের ফেসবুকে পেজে (সমস্বর পুরুলিয়া, https://www.facebook.com/share/g/16p5geogRp/ )আপলোড করতে হবে। সঙ্গে অ্যাডমিট কার্ডটিও আপলোড করতে হবে ৫ই সেপ্টেম্বর- ২০২৫ এর মধ্যে। বিচারণা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্মটি নিয়ে প্রতিযোগিতার দিন নির্দিষ্ট সময়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
অঙ্কনের জন্য সময়- ক ও খ বিভাগের জন্য ১ঘন্টা এবং গ ও ঘ বিভাগের জন্য ১. ৩০ মিনিট

  • আবেদন করার পদ্ধতি ( Registration Process)- ১) নিজ নিজ শ্রেণী অনুযায়ী বিভাগ ঠিক করে নিচে উল্লেখিত অনলাইন লিঙ্ক অথবা কিউ আর কোড স্ক্যান করে ফরম ফিলাপ করুন।
  1. ফর্ম ফিলাপ সম্পন্ন করার পর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন ও প্রয়োজন অনুসারে প্রিন্ট করে নিন।
  2. পরবর্তী ক্ষেত্রে এডমিট ও সার্টিফিকেট ডাউনলোডের জন্য নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট অফ বার্থটি দিয়ে লগইন করুন আমাদের ওয়েবসাইটে (www.samaswar.org)।
  3. প্রতিযোগিতার দিন আপনার নিজস্ব অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে আসবেন।
  4. অংকনের কাগজ ছাড়া বাকি সরঞ্জাম প্রতিযোগীকে সঙ্গে নিয়ে আসতে হবে।
  5. প্রতিটি বিভাগ থেকে প্রথম দশজন করে বিজয়ীকে সংস্থার বার্ষিক অনুষ্ঠানে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হবে।
  6. ফলাফল ও অন্যান্য বিষয়ের সম্বন্ধে জানার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন https://www.facebook.com/share/g/16p5geogRp/
  7. প্রত্যেক প্রতিযোগীকে ই- সার্টিফিকেট প্রদান করা হবে। নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে আমাদের ওয়েবসাইটে লগইন করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ার পর।

9 . রেজিস্ট্রেশন করা যাবে 01/08/2025 থেকে 31/08/2025 রাত্রি – বারোটা (12 )পর্যন্ত।
Registration Link- https://samaswar.org/interaction.php

সমস্বর ” তৃতীয় বর্ষ বসে আঁকো প্রতিযোগিতা- ২০২৫

Tags :

samaswar.prl@gmail.com

Related Posts

Must Read

Popular Posts

Get in Touch

© Copyright 2024 by Samaswar